শূন্য বৃত্ত
কনিষ্ঠা আঙুলে আঙুল গুজে
প্রথম শরীরী অনুভব উত্তাপ,
নব্য যৌবনের চাঁদ খোঁজে
উন্মুক্ত বাঁধাহীন ভালোবাসার উচ্ছ্বাস।
নগ্ন স্বপ্নের রংমহল ধূলিসাৎ
অতনু ফিরে যায় হানিয়া ফুলাবাদ,
আঁড় চাহনীর ইশারায় প্রেমের চাষাবাদ
চোঁখ মারামারিতে সম্পর্কের বাজিমাত।
অলস দুপুরে লাজুক চুমোর ছুড়াছুড়ি
অনভিজ্ঞ আধো আধো অক্ষরে,
প্রেমপত্র চালাচালি!
রোমান্টিক দু‘লাইন গেয়ে গান
প্রেমের তানপুরায় অন্তরাত্না টান।
দুরন্তপনার ভালোবাসার রেস আজ
জমাট বাঁধা আটলান্টিকের বরফ!
ফেলে আসা ভুলের স্তুপে চাঁপাপড়া
ঘুমন্ত অনুভূতির চিহ্ন ধরে ধরে
আজও তোমার সীমান্ত খুঁজি,
এখন আমার সীমানার পরিসীমা
বলতে অপূর্ণ শূন্যতাকেই বুঝি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much