২৬ জুলাই ২০২১

হুমায়ুন করির সিকদার




স্বর্ণালী ক্ষণ


বর্তমানকে নিয়ে ভেবেছি অনেক, 

অনেক করেছি গল্প

তবুও তাতে পাইনি খুঁজে 

অতীতের বিকল্প ।


ডিজিটালের মেশিনে উঠে 

দেখেছি ওজন মেপে

বেড়ে গেছি অনেক বেশি -

ভুগছি স্নায়ু চাপে।


গাড়িতে - বাড়িতে পথে-প্রান্তরে 

কোথাও নেই সুখ

কখন কোথায় কী ঘটে তাই নিয়ে 

 জনতার উৎসুক।


স্বর্ণালী ক্ষণ আজ হারিয়ে গেছে

অন্তরে তবু তারই হাহাকার --

জনতার ভাষা কার আছে মন 

থেকে বুঝবার?


তাইতো আকুল হয়ে সহসাই

গেয়ে ওঠে মন 

খুঁজে ফেরে হারানো স্বর্ণালী ক্ষণ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much