জুঁইফুল কি বলবে?
শূন্যের ভেতর ঘুরপাক খেতে খেতে
নিঃসঙ্গ হয়ে পড়ছি যেন সব সময়
জুঁইফুল তুমি কি বলবে?
শখ করে রোল খেতে গিয়ে
কান্নার রোল শুনে আয়ু কমছে
তবুও শূন্যতার ভেতর
খুঁজে পেতে চাইছি মৃত্যুর আগে পর্যন্ত
বর্ণমালার ভেতর ভালোবাসার শব্দগুলো।
জুঁইফুল তুমি কি বলবে?
যতসব শর্তগুলো ছুড়ে ফেলে দাও
বিবর্ণ অসুখের ভেতর, মায়া আছে
একটু খুঁজে নিলে দীর্ঘপথ হবে তুমি
যেখানে স্বপ্ন আছে,আছে বেঁচে থাকার শব্দগুলো
ওত পেতে আছে সবুজতার দিকে দুচোখ
জুঁইফুল তুমি কি বলবে?
রাধার শরীরটা জড়িয়ে দাও
বন্দর গড়ব, শুধুই ভালোবাসার বন্দর হবে
তোমার ভেতর জুড়ে ফুল ফুটবে
আমার তোমার জন্য ছায়া দেবে রোজ।
শুধুই দীর্ঘ পথে হবে ভালোবাসার জন্য
জুঁইফুল তুমি কি বলবে?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much