২৯ নভেম্বর ২০২০

মাহমুদুন্নবী জ্যোতি


সময় ও জীবন

তীব্র বেগে ছুটে চলা ধুমকেতুর মতোই

জীবন ছুটে চলে চিহ্নহীন সময়ের বাঁকে

শান্ত সমীরের বৈচিত্রময় প্রবাহের মতোই

জীবনকে ছুঁয়ে যায় আনন্দ-বেদনার ঢেউ

বাড়ন্ত দেহের অন্তরীক্ষে প্রষ্ফ‚টিত হয় 

সুবাসিত ফুলের সমাহার। আহ্লাদিত মঞ্জুরীতে

প্রেমার্ত অলির গুঞ্জণে বিমোহিত হয় হৃদয়

কখনো আবার আচমকা অজানা অচেনা

ঘূর্ণাবতে জীবনকে করে তোলে অস্তিত্বহীন

সাগরের মিলনে ধাবমান নদীর স্রোতের মতো

জীবনের মিলন ক্ষণ আর গন্তব্য সুনির্দিষ্ট

স্বচ্ছ জলের ন্যায় গতিপথে জীবন অনর্থক

যদি না জীবনকে ভরিয়ে দেয়া যায় শুদ্ধতার আবিরে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much