২৯ নভেম্বর ২০২০

মমতা রায় চৌধুরী


তুমি আমি মিলে হাঁটছিলাম

তুমি আমি মিলে হাঁটছিলাম

নির্জন প্রকৃতির কোল ধরে।

দু চোখে রঙিন স্বপ্ন এঁকে

প্রজাপতির ডানা মেলে।

ঘর বাঁধবো আর কি সব আছে

মনের কল্পনায় সেজে।

রামধনুর সাত রং মেখে

রঙিন হয়ে উঠব দুজনে যে।

দুজনের বাহুবন্ধনের ডোরে

একটু কাছাকাছি এসেছি সবে।

হঠাৎ ই চিৎকারে ফিকে হয়ে গেল 

রঙিন হয়ে ওঠার স্বপ্নগুলো যে।

সব কিছু বোঝার আগেই

এক কিশোরীর ওপর ঝাঁপিয়ে

পরলো নরখাদকের দল যে।

অসহায় নারীর চিৎকারে

আমরা হয়েছি দিশেহারা যে।

তখন দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে

ছুটে গেছি সেখানে।

এক পুরুষ পৌরুষত্ব দেখাতে

আমার স্বপ্ন হলো রক্তাক্ত।

অন্য জান্তব পুরুষরা

পৌরুষত্বে ফলালো দুটি নারীকে

প্রবৃত্তির সুখে নির্যাতিত করে।

তুমি আমি হাঁটছিলাম

একে অপরের ঢাল হয়ে।

তুমি আমি হাঁটছিলাম

জন্ম-জন্মান্তরে একসাথে

থাকবার প্রতিশ্রুতি নিয়ে।

স্বপ্ন ,স্বপ্ন রয়েই গেল

কালিমালিপ্ত করে প্রকৃতিকে।

দু -চোখের রঙিন স্বপ্ন ঝলসে গেল

জান্তব মানুষ পশুর আক্রমণে।

রামধনুর সাত রং গায়ে  

না মাখতেই, বলি হলাম লালরঙে।

তুমি আমি হাঁটছিলাম

নির্জন প্রকৃতির কোল ধরে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much