পৃথিবীর ভিড়ে
কোনদিন যদি তার সাথে
দেখা হয় আবার
পৃথিবীর পথে,
হয়তো তখন নীল হারিয়ে যাবে
আকাশকে সিঁদুর পরিয়ে
ক্লান্ত পাখিরা
ফিরে আসবে পৃথিবীতে।
জেগে উঠবে নক্ষত্র
খণ্ডিত চাঁদের ম্লান আলোয়
সেই নারী জানতে চাইবে
কেমন ছিলে, কেমন আছো ?
মৃদু হেসে বলবো,অবশেষে ফিরে এলে ,
তোমাকে হারাইনি তবে
পৃথিবীর ভিড়ে ?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much