মাহমুদা রহমান ( যুক্তরাষ্ট্র )



ফেরিওয়ালা 

আমি ভালোবাসার ফেরিওয়াল

 নই ,

আপন মনে মনের কথা কই !

মন যে এক উদাসীন গায়ক পাখী ,

হৃদয়ের ধূলা মাখামাখি কাদা  

মুখ লুকিয়ে কাঁদি ! 

গাছের মত ছায়া আমার নাই ,

রৌদ্রজলে কাতর আমি তাই ,

সবার দুঃখে ভারাক্রান্ত হই 

জন্ম কেনো বিষন্নতা নিজের 

মনে সই।

মন্তব্যসমূহ

সুন্দর ভিউজ নজর করুন

কবি সানি সরকারের কবিতা "দগ্ধ - মৃত - গাছ"

কবি আইরিন মনীষা এর কবিতা "বেদনার বালুচরে"

কবি দেবব্রত সরকার এর কবিতা "নির্মোক"