কমলা পাহাড়ের আগুন ও নক্ষত্র দৌড়
তারপর খুলে রাখলাম জলের বোতল
আর চেয়ে দেখলাম
কোনও কোনও হারিয়ে যাওয়া কিংবা আবির্ভাব
যখন নক্ষত্রদের একান্ত দৌড়ের ভেতর
আমরা তো কিংবদন্তি ভ্রমণ পিপাসু
আমরা তখন তারাদের সাথে হাত মেলাচ্ছি...
ক্যানভাসে এঁকে নিতে চাইছি অর্ধসমাপ্ত সেই মুখচ্ছবি
জলের বোতল থেকে বেরিয়ে আসছে বুদবুদ
একটি শলাকা এবং বারুদের গন্ধে
পুড়ে ছাই হতে হতে একটি কমলা পাহাড়
নিজস্ব আগুন জ্বেলে দিচ্ছে সপ্তাহের জমানো স্তূপে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much