২৮ নভেম্বর ২০২০

মতিয়ার মিল্টন



প্রথম বেলার রৌদ্র

প্রথম বেলার রৌদ্রের মত পথ চলার দৃপ্ত প্রত্যয়ে--অনেকটা পথ হেঁটে এসেছি।

পড়ন্ত বিকেলে,ঢলে পড়া সূর্যের মত পাটে বসে আয়ুস্কাল হাতছানি দেয়;

যেন জীবন থমকে যাবে গোধূলি বেলায়!


শেষ বিকেলের রৌদ্র ওম হয়ে মিশে থাকে রাতের শরীরে,

তাই সকালে সোনা হয়ে ঝরে।


অথচ জীবন থমকে যায় ট্র্যাফিক-জ্যামে,

রৌদ্রের মত নতুন করে যায় না বারবার শুরু করা।


গোধূলি লগ্নে এসে সোনালী অতীতও ফিকে হয়ে যায়।

তবু অপেক্ষায় থাকি --

রাত্রি সাগর পাড়ি দিয়ে প্রথম বেলার রৌদ্র হতে।


কিন্ত জীবন ডুব দেয় একদিন সাগরের বুকে, 

সূর্যের মতো ফিরে আসে না আর সকাল হয়ে।

1 টি মন্তব্য:

thank you so much