গোধূলী বিকাল
গোধূলী বিকালে বসেছি নির্জনে
মিষ্টি রোধ বিদায় জানালো
আঁধার আসলো নেমে।
হঠাৎ দৃষ্টিতে সম্মুখে তাকাতে
দেখতে পাই এক প্রতিচ্ছবি,
ধূসর কালো কেশে
দাড়িয়েছে সকাশে
অধরে মৃদু হাসি।
হস্তে প্রদীপ পড়নে শাড়ী
মনে হয় যেন সে প্রেমের রাই কিশোরী।
কি অপরুপ দেখিতে সেই রুপ!
ভুলিতে নাহি কোনো কালে,
সে প্রেমের পূজারী দীন ভিখারী
আমি বন্দী তার মায়াজালে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much