২৭ নভেম্বর ২০২০

পরাণ মাঝি



বাকি 


আজ আবার নতুন করে বর্ণমালা শেখালে 

সত্যি তো ডিগবাজি খায় লি - কার


বোঝা গুলো নেমে গেল ফাঁকা মাঠের দিকে


সঞ্চয় বড় সম্পদ 

আর তাকে রক্ষা করা আরো বিপদ 


আরো আরো অনেক পথ বাকি

আরো অনেক অনেক হাঁটা বাকি 


ভাবনা গুলো খুঁটে খায় জীবনের পাখি 

পথ তো তার মতো - সে কখনো সোজা হয় নাকি ?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much