হৃদয়শ্যাওলা
দেখেছ লিখেছি কখনো কবিতা বলেছো কি তাকে একা
আমিও কেমন হেরেছি একাই হারেনি তো তার দেখা
সবুজ রাঙানো জলজ শ্যাওলা খেলছে কি একা জলে !
হৃদয়ে ছলকে শ্যাওলা গোপনে শুনেছে যে যায় বলে
তবুও আঘাত জড়িয়ে ছড়িয়ে বিষাদে কি ঢাকে মুখ
আমার ঘরেতে ন"জন শুয়েছি একলা তো নয় দুখ
একলা তোনয় আমার প্রেমিকা দেখছো কি তাকে শুনি !
তোমার উপরে প্রেমের প্রলেপ দিয়েছি জানো কি তুমি
যদিও জানলে জানার কথা না তাহলে কি তবে রূপ
রূপের ঝলকে ঝলসে আঁধার হৃদয় যে হয় চুপ
হাসছে পথিক আপন খেয়ালে হেসেছে কি একা একা
দেখিনি তো তাকে একাই হেসেছে গোপনে যে কাঁদে দেখা
পথিক পথের ওপরে হারিয়ে ফেলেছে যে তার ঘর
এপথে নজর দিয়েছে পথিক পৃথিবী তো নয় পর
পথিক দিয়েছে পথের ঠিকানা সকলে কি বুঝে পাবে
আপন খেয়ালে দিনের গুনতি গুনিয়ে সে চলে যাবে
পথিক খাবেনা খেতেও চায়না খাবার সে দিয়ে যায়
আমরা যখন খাবার খেয়েছি খুশিতে সে ভরে যায়
নিজের নামটা শুনতে চেয়েছে এটাও কি তবে ভুল
মানব জনম আসেনা সহজে পথিক কি তবে মূল ?
প্রাণকে এনেছে আপন ক্রোধেতে করেছে যে রিপু দান
রিপুর জ্বালাতে মানুষ হেরেছে সত্যের কি বদ নাম
পথিক চেয়েছে পথের ঠিকানা দিয়েছে যে এনে য্প
যেজন মানুষ হয়েছে মনন বরণে সেজন তো করে তপ্
ছন্দ দুলিয়েছে মন
উত্তরমুছুন