কার্তিক মাসে হেমন্তকাল
ঝরে গাছের পাতা,
আবছা শীতে সবার ঘরে
লাগে কিন্তু কাঁথা।
সকাল বেলা শিশির ভেজা
সবুজ দূর্বা ঘাসে,
চাদর গায়ে হিমেল হাওয়া
পূর্ব থেকে আসে।
বিলে ফোটে পদ্ম শাপলা
রাতে জোনাক পোকা,
দেখতে লাগে অনিন্দ্য সব
না দেখলে খাই ধোঁকা।
ঋতুর রাজা হেমন্ত কাল
নবান্ন যে আসে,
ঘরে ঘরে পিঠাপুলির
বাহার চোখে ভাসে।
পুলি ভাপা চিতল পাঠি
কত রকম পিঠা,
দাদীর হাতে তৈরী পিঠা
খেতে লাগে মিঠা।
হেমন্তকাল শীতের আমেজ
নিয়ে ধরায় আসে,
হিমের হাওয়া বয়ে চলে
বাড়ির আশে পাশে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much