২৭ নভেম্বর ২০২০

শাহীন রায়হান



একলা কাঁদে

একলা কাঁদে দোয়েল আমার

জুৃঁই চামেলি পাতা বাহার

জংলী পুকুর পাড় মেঘনা নদীর ধার

খুকুর প্রথম পাঠ

ছোট্ট গাঁয়ের হাট।


একলা কাঁদে ফুল পরী গাঁও

জোনাক পোকা পাল তোলা নাও

একটি তারা জলের ধারা

মেঘনা নদীর ঘাট

শেষ বিকেলের মাঠ।


একলা কাঁদে স্মৃতিগুলো

প্রজাপতি পথের ধুলো

মনটা আমার সোনা ধানে 

দোয়েল পাখির গানে গানে

ছোট্ট সবুজ গাঁয়

হারিয়ে যেতে চায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much