২৭ নভেম্বর ২০২০

নীলাঞ্জন কুমার



না হয় হলো সাদামাঠা কবিতা 

মেগা সিরিয়ালের মতো সাদামাঠা  কবিতার 

ভেতরে ছুটে আসে হাজারো কৌতুক , 


তা পড়ে নারীদের চাবুক অনুপ্রেরণা , 

পুরুষের ভেতরে উপেক্ষার শেড।


খাওয়া শোওয়া কামনার ভেতরের 

সহজ দিক জাপটে ধরলে 

কেন যে দমবন্ধ লাগে !


না হয় এলো সাদামাঠা কবিতা 

অন্তত একটি, কোন উদাসীন চাহিদায় ; 


হরেক দৃশ্যের থেকে প্রকৃত দর্শন 

নাই বা হল উচ্চারণ !


মাখো মাখো হাততালির ভেতরে 

অন্ততঃ একটু দুঃখ ছোঁয়া থাক।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much