২৭ নভেম্বর ২০২০

প্রেমাংশু শ্রাবণ কবির



পদ্যবীজ

যে-দিন প্রেমের সঙ্গে থাকি 

পাল্টে নিই ঘুম সংজ্ঞা , 

ঘুণে ধরা রতিব্যাকরণ।


আমার অনন্তে তুমি 

তোমার অনন্তে আমি 

দেহ জলে ডুবে আছে---

ঝরে পড়া মন। 


ভুলে গেছো, যাও...

তবু আছে একটা ছোট্ট দায়, 

মনে রাখা শেখালে যখন 

এবার শিখিয়ে দাও 

ভোলার উপায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much