২৭ নভেম্বর ২০২০

অর্কদীপ সরকার



ব্যর্থ এ শৈশব


ঘাসের বুকে পা রেখে আকাশ পানে চেয়ে থাকা

বৃষ্টিভেজা শীল কুড়ানোর অনুভূতিরা বড্ড ফাঁকা।।


পুকুরঘাটে জলের বুকে দস্যি শিশুর উঠতো ঢেউ

অনলাইনে ক্লাস আছে যে, পুকুর ঘাটে যায় না কেউ!!


বিকেল বেলায় একটু খেলা কংক্রিটের ওই দালান টায়।

ছটার সময় ড্রয়িং আছে, তাড়াতাড়ি আসা চাই।।


মোবাইলের কীপ্যাডে ক্রিকেট আর ফুটবল

একলা ঘরে আটকে আজ নজরুলের তরুণ দল।।


পশ্চিমের অস্তাচল, বাসায় ফেরা পাখির ডাকে।

বঞ্চিত অনুভূতি! রবি, রুশোরা বইয়ের পাঁকে!!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much