সে
সেই ছেলেটা ভীষনরকম আবেগপ্রবণ
কঠিন খোলে ঢেকে রাখে নরম শরীর
সেই ছেলেটা একগুঁয়ে আর বড্ড সরল
বুকের মধ্যে লুকিয়ে রাখে কষ্টপ্রহর।
সেই ছেলেটা ইচ্ছে করে শুধুই ক্ষেপায়
ইচ্ছে করে বানিয়ে বলে গল্পকথা,
চোখের তারায় ঝিলিক ভরা দুষ্টুমি
সেই ছেলেটা ভীষন পচা, এক্কেবারে যা তা।
সেই ছেলেটা সত্যি ভালবাসতে পারে,
সত্যি পারে জিতে নিতে সব বাজি,
নিঃশব্দেও বলতে পারে সবকিছু
হয়ত সবই গভীর চোখের কারসাজি!
যাদুর কিছু ব্যাপার স্যাপার তার জানা
আঙুল ছোঁয়ায় ঝরায় কিছু শিউলিফুল
ঝুঁকে পরা চুলের ভাঁজে ভাঁজে
জমিয়ে রাখে মেঘগন্ধী মন ব্যাকুল।
তুমুল প্রেমের কবিতা।
উত্তরমুছুনপড়লেই মন আনচান করে উঠছে
লোভ হচ্ছে ছেলেটা যদি হতাম আমি...