২৮ নভেম্বর ২০২০

আইরিন মণীষা


  প্রতীক্ষা

সেদিন তুমি এসেছিলে

ক্ষনিকের তরে ওগো তুমি,

কেন যে আমায় ভালো বেসেছিলে

এখনো প্রতীক্ষায় আছি আমি।। 


ভালোবেসে তুমি বলেছিলে

যাবে না তুমি আমাকে ছেড়ে,

প্রতীজ্ঞাবদ্ধ তুমি বেশ কেঁদেছিলে

নিয়েছিলে তুমি আমারি মন কেড়ে। 


যাবার বেলায় তুমি লিখেছিলে

আসবে তুমি ফিরে আমার জীবনে, 

আমার ক্রন্দনে তুমি খুব হেসেছিলে

আর বলেছিলে তুমি ফিরবে সৃজনে।


বিদায় বেলায় বলেছিলে

আজীবন তুমি রাখবে মোরে ধরে,

সত্যিই কি যে তুমি ভেবেছিলে 

তোমারি বিহনে আমি থাকব মরে পড়ে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much