২৮ নভেম্বর ২০২০

শ্যামল রায়



কবিতার জন্য প্রহর গুনছি 

কবিতার নাম আর কতক্ষণ

কবিতা তুমি কি করছো ---

খেয়েছো?

সব কাজ সেরে ফেলেছো?

আর কতক্ষণ!

আমাকে অপেক্ষা করতে হবে?

কবিতা তোমার সাজগোজ হয়েছে

আকাশী রঙের শাড়িটা

ঠোটে লিপিস্টিক

কপালে টিপ

এসবের কাজ

শেষ হয়েছে কবিতা!

আর কতক্ষণ

আমি তো অপেক্ষা করছি

অনুভবে অনুভূতিতে  প্রহর গুনছি

দু ঠোঁট এগোচ্ছে বারবার

ভালোবাসার কাছাকাছি

সম্মতি চাইতে----

কবিতা তুমি কোথায়?

তোমার চিঠিটা এখনো খামে আছে

মন বলছে ,চিঠির মধ্যে

 তোমার অনেক আদর সযত্নে রাখা

এখন শুধু অপেক্ষা রিংটোন এর

খুঁজি বৃষ্টির জন্য

উষ্ণতায় তোমার হাত দুটি ।

আঙ্গুলগুলোয় ছুয়ে দেখতাম

আর কতক্ষণ।

তোমার জন্য বালিশের কাছে

 রেখে দিয়েছি, গোলাপ

একটি রিংটোন পেলে

শরীরের ভেতর অনুরণন হতো

তাই প্রহর গুনছি

 অপেক্ষার পর অপেক্ষায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much