আব্দুল কাইয়ুম (প্রিয়ম)


  ছ্যাঁচড়া যাযাবর

যার জন্যে বাঁধি ঘর

সেই আমারে করে পর।


হাতের তালুর উল্টো পিঠে মুঁছি চোঁখের জল

জলের মূল্য দিবে দেখি কেউ নাই এ ধরাতল!


কেঁটে ফেলা বৃৃক্ষের যে ঘোড়া 

অনেক কষ্টের পর

 ফের সেও দেয় জন্ম  ডাল দুই জোড়া।


ছোট গল্পের মতো শেষে রয় সে রেশ

সেখান থেকেই শুরু বেশ

ভাঙনে ভাঙনে ফের মনটা ভাঙাচোরা।


তার বহু বছরের ও পর

আসলো যে মেঘ বালিকা

প্রযত্নে দিলো মনোবল আমি তো আছি

নিজে যে করে নিলো ঘর

ভাবা যায় অতঃপর

খেলারত সেও করিলে শেষে পর।


মুখোশ পরিহিত  

নকল মানুষ দেখেছি জীবনভর


আমাকে রাত জানে ভালো আপন

জানে পথের ধুলাবালি অলিগলি তেপান্তর -


জানে আকাশের তারা

 মিটিমিটি জ্বলা নেভা জোনাকিরা

জানে শুল্কপক্ষের চাঁদের আলো ছু-মন্তর 

 আমি সব হারিয়ে  নিঃস্ব;  এক ছ্যাঁচড়া যাযা

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much

সুন্দর ভিউজ নজর করুন

কবি সানি সরকারের কবিতা "দগ্ধ - মৃত - গাছ"

কবি আইরিন মনীষা এর কবিতা "বেদনার বালুচরে"

কবি দেবব্রত সরকার এর কবিতা "নির্মোক"