মেয়ে মানেই
ভালো আছি থাকার নাটক শতো
কষ্ট চেপে রেখে মিষ্টি করে হাসা,
নিজেকে জ্বালিয়ে অন্য কে আলোকিত করা,
নিজের ইচ্ছে মাটি চাপা দিয়ে
অন্যের ইচ্ছে তেই নিজের জীবন রাঙ্গীয়ে নেয়া,
জন্মের আগেই দূনিয়ার আলো
না দেখানোর নিষেধাজ্ঞা আরোপ,
নিজের সাজানো ঘর ছেড়ে
অজানা অচেনা ঘরকে আপন করে নেয়া।
অন্যের স্বাধ বুঝতে গিয়ে নিজের স্বাধ নেয়া বারন ,
বংশের বাতী নিভে যাবার করণ,
যৌতুকের চিন্তা বাবার ঘাড়ে
১৮ হলেই ঘরের বোঝা স্বপ্ন দেখা বারন
কল্পনার জগতে হাবুডুবু খাওয়া
বাড়ী আছে হয় বাবার না হয় শশুরের
বৃদ্ধ বয়সে ছেলের
নিজস্ব বলে কিছু নেই।
মেয়ে মানেই পুত্র সন্তান
জন্মানোর বায়োমেট্রিক মেশিন।
নিজের ঘর থেকে চিন্তাধারা
বদলালে বদলে যাবে সমাজ।
পুত্র সন্তান যদি একটি বংশের বাতি হয় কন্যা সন্তান কেন দুটি বংশের বাতি নয়??
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much