গোধূলি
রজনীগন্ধার সকাল দেখে ফিরেছ
দেখছ শুভ্রমনন কালো চুলে
মুক্তর কারুকার্য ফুল রাশিতে
প্রেমের হাত ধরে হেঁটেছে কত দীর্ঘকাল
নিঃশ্বাসে বিমল বাতাস অর্ঘ্য প্রেমিকের
তার ছোঁয়া নিয়ে দিনান্তে বিকাল দিয়েছ ভরে
গোধূলি হলুদ বর্ণে রাঙ্গিয়া গেছ শতশতাব্দী
পূর্ণ তোমার আসা দিনের শেষে সন্ধ্যা মেলায়
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much