তুমি এসো আমার ঘরে
আমার ঘরে চাঁদের আলোয় আলোকিত হয়ে এসো,,,
বৃষ্টির মেঘ হয়ে এসো,, আকাশের নীল হয়ে এসো,,,
সূর্যের কিরন হয়ে এসো, সবুজের সমারোহ হয়ে এসো,, বাগানের ফুল হয়ে এসো,, সাগরের ঢেউ হয়ে এসো,,
নদীর তীরে কাশফুল হয়ে এসো,, একমুঠো রুদ্র হয়ে এসো,, তুমি আসলেই ,,চাঁদের আলোয় আলোকিত হয়ে জ্বোস্নায় ভেসে যাবো,, দক্ষিণের জানালায় দাঁড়িয়ে কিছুক্ষণ হাসনা হেনা এবং মাধবী লতা ফুলের ঘ্রাণ নেবো,,, নীল অপরাজিতা হেসে উঠবে আরেকটি কবিতা লিখবো ইতিহাসের এবং কট্টকময় জীবনের,, তোমাকে নিয়ে রচনা হবে শত শত কবিতা, গল্প , স্টাটাস , ,, জীবনের শেষ অদ্ভুত দর্শন হবে,,, গন্ধরাজ ফুলগুলো তাদের আশ্চর্য জাদুকরী ঘ্রাণ বিলিয়ে দিবে আমাদের,, বর্ষার অঝোর বৃষ্টিতে ভিজতে ভিজতে দোলন চাপা ফুল গুলো আমাদের দিকে চেয়ে হাসবে, কাঁদবে,, ভেজা ভেজা রঙন ফুল গুলো লাল রঙে রাঙিয়ে দেবে তোমাকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much