প্রিয় তুমি
ব্যস্ত থাকতে না চেয়েও ব্যস্ত হয়ে যায়
পেটের ক্ষুধা, রোগদুর্ভোগে টাকা ছাড়া কিছু নাই!!
ইচ্ছে হলেও পারিনা তোমায় অনেক সময় দিতে
ভালো রাখতে খুঁজে ফিরি টাকা, গ্রীষ্ম কিংবা শীতে!!
অভিমানী জমা তোমার মনে কোথাও আমি অপরাধী
বাথরুমে স্নানের মাঝে অনেকখানি কাঁদি!!
এই শহরের রঙিন সন্ধ্যে হয়না আমার দেখা
মোম গলেপড়া মোমবাতিটা আমার মতোই একা!!
ইতি
তোমার আমি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much