৩০ নভেম্বর ২০২০

আজাদ রহমান



স্বপ্ন চাষাবাদ

জানি চলে যাবো, 

তবুও স্বপ্ন বুনে যাবো,

অন্তহীন আকাশে,

উড়ে চলা

দূরন্ত ঈগলের ডানায়।

সাতরে খুজে নিবো,

নিঃসীম নভে, 

বাতাসে তরঙ্গ ছুয়ে যাওয়া,

পালকের ভাজে ভাজে,

অপলক চোখে,

শিকারী ক্ষীপ্রতায় 

আমার স্বপ্ন হাজার।

দিন শেষে সন্ধ্যায়, 

আমিও পৌছে যাবো,

কোন এক বুড়ো বটের 

ডালে,

ভালোবাসার ছোট্ট নীড়ে।

আঁধার এর বুক ছুয়ে,

অবসাদ ক্লান্তি মুছুে নিবো,

খুজে নিবো, 

আগামীর স্বপ্ন বুননের

অন্য আকাশ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much