৩০ নভেম্বর ২০২০

ফটিক চৌধুরী



বিষম বস্তু

সমাপ্তি ঘোষণার আগে অনেকেই চলে যায়

আমি যেতে গিয়েও যেতে পারলাম কই ?

টানছে আমাকে কেউ টানছে

                              টেনে বসিয়ে দিচ্ছে

মায়া ? নাকি কোন প্রচ্ছায়া এসে

             গাছের নিচে বসিয়ে দিতে চায় !


আমরা ফিরে আসতে চাই কিসের টানে ?

শেকড়ের ? রক্তের ? নাকি ভালবাসার ?

আসলে ভালবাসাই অটুট রাখে সম্পর্ক।

ভালবাসা এমনই এক বিষম বস্তু 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much