তুমিহীনা ক্যানভাস বে-রঙিন
তুমি নেই তাই
আকাশ মেঘাচ্ছন্ন
তুমি নেই তাই
ফুলেরা মুর্ছিত
তুমি নেই তাই
দীর্ঘ এ রাত
তুমি নেই তাই
বিবর্ণ রোজ ভোর
তুমি নেই তাই
বেহাল তারের সুর,
তুমি নেই তাই
বিরাট বনভূমি খরায়
তুমি নেই তাই
ক্যানভাস রঙহীন
তুমি নেই তাই চাঁদ পরবাসী
তুমি নেই তাই
বলা হয় না ....-ভালোবাসি
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much