জীবন-সংসার
সংসার জীবনের একেবারেই প্রথম দিকে দুটি মন প্রতিদিনই একটু টানাপোড়নের ভিতর দিয়েই যায়। দুটি মানুষের দুটি মনের বোঝাপড়ায় দোদুল্যমান মানসিকতা একই সমতলে আসতে কিছুটা সময় লেগে যায়।
যখন বুঝাপড়া, সমঝোতা হ'য়ে যায় তখন দু'টি মন যেন একতার হ'য়ে যায়। দু'টি মনে যেন একই কথা বলে, একই চিন্তা করে।
এটাই বুঝি সংসার জীবন শুরুর প্রথম ধাপ। এরই ভিতর সন্তানের বাবা-মা যখন হওয়া গেলো আর সন্তানের মাধ্যমে যখন সেতুবন্ধন পোক্ত হলো তখনই বুঝি রাজ্যের কাজ আর ব্যস্ততা শুরু হ'য়ে গেলো।
ব্যস্ততার সময়টা যে এত দ্রুততার সাথে পার হ'য়ে গেলো সেটা মোটেই যেন টের পাওয়া গেলো না। এটা অনেকটা এরকম যে এর গতি বুঝি শব্দের চলার গতির চেয়ে অনেক গুণে বেশী।
জীবন চলমান তাই এরই ভিতরে জীবনের শেষ ষ্টেশনের আগের ষ্টেশনে দু্'জনেই অকস্মাৎ হাজির। দু'টি মানুষ আর দু'টি মন যেন তখন একাকার হ'য়ে গেছে; যেন দু'জনে দুজ'নার।
এমনই এক মুহুর্তে বুঝি একজনের সামান্যতম অনুপস্থিতি অন্যজনের জন্য অজস্র যন্ত্রণার কারণ হ'য়ে দাঁড়ায়। তখন প্রথম জীবনের প্রেম-ভালবাসা যেন নতুন ক'রে আবারও উৎসারিত হয় ও নতুন প্রাণ সঞ্চার হয় দু'টি মনে, দু'টি প্রাণে।
ইতোমধ্যে জীবনের ভ্রমণ পথ তখন বুঝি খুবই শেষের দিকে চ'লে আসে। দু'জনের দু'টি মনই বুঝি তখন সংসার-সমুদ্র দিকভালের পাশাপাশি ওপারের পথের দিকে বেশী নিবিষ্ট হয়। দু'টি মানুষ তখন বুঝি জীবনের নতুন সংজ্ঞা খুঁজে ফিরে।
কি পেলাম আর কি খেলাম এগুলো তখন যেন খুবই গৌণ বিষয় হ'য়ে যায়।
দেহ নামের মেশিনটির দিকে তখন মন আর মানুষ দু'টির বেশী দৃষ্টি নিবদ্ধ হয়। দুনিয়ার অর্থ আর টাকাকড়ি আস্তে আস্তে একসময় সবই অর্থহীন মনে হয়।
ধ্যান ধারণাই বুঝি হ'য়ে যায় পরলৌকিক জগতের জন্য সওগা ক'রে নিয়ে অনন্ত জীবনে আজীবন সুখে-শান্তিতে থাকার একমাত্র লক্ষ্যে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much