০৭ মার্চ ২০২১

আইরিন মনীষা




অশান্ত পৃথিবী


হিংসা হানাহানি হাহাকার

সব দেখে আমি আজ নির্বিকার 

অশান্ত অস্থির অসহায় অপরিষ্কার

এই ধরণীর ধরিত্রীর সত্যের প্রবেশিধিকার


স্বার্থের দ্বন্দে আপন আজ পর

নাঁড়ির বন্ধন কেটে গিয়ে ছেড়ে দেয় ঘর,

অবেলায় এসে ভাবি কেন এলো এতো ঝড়

তবু ও মানুষ বাঁচতে চায় ধরে নিয়ে সামান্য খড়


বুভুক্ষু মানুষের কত যে ব্যথা

সময় নেই কারো শুনে সে কথা,

বলা যদি শুরু করি হবে বড় এক লতা

এই কি তবে আজ এই পৃথিবীর নিত্য প্রথা? 


কত দিন কত রাত গেছে কেটে

সুখ দুঃখ আর হাসি কান্নার পাঠ ঘেটে,

চারিদিকে কতো লোক  লম্বা আর বেঁটে

নিত্য যুদ্ধে লিপ্ত অশান্ত পৃথিবীতে শুধু খেটে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much