চাঁদের সাথে চলি
আমিও চলি আমার সাথে সাথে চাঁদও চলে
তারা রাও সঙ্গী হয় চলার
মাঠ , ঘাট , প্রান্তর , পেরিয়ে যাই জীবনের -
জীবনও থেমে নেই চলছে ......
কখনও উত্থান কখনও পতনের মধ্যে
কত ইতিহাস কত সংঘাত
খান খান করছে মানুষের জীবন
কত চোখের জলের শুকনো সমুদ্র
কত হা হা কার
কত রক্তের স্রোত।
মায়ের শরীরে কাঁটা তারের বেড়া
একই মায়ের সন্তানদের পীঠে ছাপ দিয়ে আলাদা করা
চাঁদ তো একটাই , সূর্য ও একটাই
চাঁদ ও সূর্যের আলোয় ভাসি মায়ের সকল ছেলে মেয়েরাই
ওদের ভাগ করার সাধ্য নেই মূর্খদের সীমাবদ্ধ ক্ষমতার লড়াই ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much