জীবনজুটি
মন যদি হয় মনের মতন
মনবাগিচায় মন,
মনের মাধুরী মিশায়ে মন
মনেরে বুকে আপন।
জোছনার চন্দন রূপরসে
মেতে ওঠে চখা চখী,
আদরে সোহাগে বিহগ বিহগী
বিহরত সখা সখী।
সত্য সুন্দর সৃষ্টির মাঝে
মানুষ শ্রেষ্ঠ সৃষ্টি,
মানুষের মাঝে নর নারী
দুইয়ে এক জীবনদৃষ্টি।
গোটা সৃষ্টির এক স্রষ্টা
প্রেমময় সুন্দর,
জীবনবন্ধন জগতসংসার
নারী নর সহচর।
নরমনে চায় প্রেমসুন্দর নারী
নারীমনে প্রেমসুন্দর নর,
নর নারী পূষ্পসুবাসিত প্রাণ
এক আত্মা প্রেমসুন্দর।
প্রেম ভালোবাসা অন্তর্ঘ্রাণ
বুকের রত্নধন,
রতনে রতন যতনে যতন
মনে মন বিতরণ।
মনের খেয়ালে হেয়ালে বেহালে
সবারে দিও না মন,
মনের যোগ্য বুঝে নিও মন সমমনা নিশ্চয়
অসম প্রেম ভেঙ্গে দেয় মন ভেঙ্গে দেয় সাজানো জীবন।
জীবনজুটি বেছে নিতে হয়
জীবনদৃষ্টি দিয়ে,
রক্তের রঙ বুঝে নিয়ে তবে
প্রেমিক হও প্রেম পিয়ে।
প্রেমসুন্দর নারী ও নর
একটি জীবনজুটি,
প্রেমরঙ্গে রঙ্গিন হয়ে গড়ো
জীবনচৌকাঠ খুঁটি।
প্রেমসুন্দর মানবমানবী
সুখের জীবনসংসার,
প্রেমান্ধ মন বোঝে না রতন
জীবন অন্ধকার।
আমি সুন্দর জগতমাঝে
আমিত্বসুন্দর,
আমিত্বপ্রেম গুলবাগে গুল
সুশোভিত অন্তর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much