মনের কথা, বিশ্বের সবার কথা
এ বছর টা এতোটা যন্তনাদায়ক হয়ে উঠবে ভাবতে ও পারেনি মানবজাতি। দশটা মাস কেটে গেল দুশ্চিন্তায়। শতাব্দীর হি়ংস্রতম মারণ ভাইরাস করোনা। অজান্তেই কেড়েছে ষোলো লক্ষ মানুষ কে।কত দুঃখ নিয়ে চলে গেল।জগৎ সংসারে দুঃখ,কষ্ট ,যন্তনা, ভুলে হাসিমুখে বাঁচতে চায়।বিস্মিত নয়নে চোখে জল আসে। গভীর ক্ষত অন্তরে।অতিমারী আত্নীয়স্বজন, পরিবারবর্গ কে কত দূরে সরিয়ে দিয়েছে প্রত্যেক গৃহে অনুমেয়। সারা জীবনে চলার পথে কত মানুষের সঙ্গে সম্পর্ক হয়। আবার সম্পর্ক গুলো হারিয়ে যায় কষ্ট, অভিমান, দুঃখ,রাগ , অকারনে ভেবে।এমন ও দেখা যায় যে,যত কাছে ভাবে মানুষ, ধীরে ধীরে সেও ততই দুরে চলে যায় এই করোনাকালে।যখন একা ঘরবন্দী নিভ'তবাসে , মানুষ ভাবে আমি একা। ভালো লাগেনা কথা বলতে, আসলে অনাবিল আনন্দে কত কি থাকে ভাবনা,আজ শুধু ভাবে জীবন একা। মানুষ কে আর ভালোবাসবে না।রামায়ন, মহাভারত, পৌরাণিক কাহিনী, রূপকথার কাহিনী পড়েই জীবন কাটিয়ে দেবে। মাটির মানুষ মাটিতে মিশে যাবে।হে নুতন, এসো যুগযুগ
ধরে ,রোগমুক্ত পৃথিবীর সবচেয়ে প্রিয় মানুষের কাছে। লেখক:মিলন ভৌমিক। মনের কথা। বিশ্বের সবার কথা l
এ বছর টা এতোটা যন্তনাদায়ক হয়ে উঠবে ভাবতে ও পারেনি মানবজাতি। দশটা মাস কেটে গেল দুশ্চিন্তায়। শতাব্দীর হি়ংস্রতম মারণ ভাইরাস করোনা। অজান্তেই কেড়েছে ষোলো লক্ষ মানুষ কে।কত দুঃখ নিয়ে চলে গেল।জগৎ সংসারে দুঃখ,কষ্ট ,যন্তনা, ভুলে হাসিমুখে বাঁচতে চায়।বিস্মিত নয়নে চোখে জল আসে। গভীর ক্ষত অন্তরে।অতিমারী আত্নীয়স্বজন, পরিবারবর্গ কে কত দূরে সরিয়ে দিয়েছে প্রত্যেক গৃহে অনুমেয়। সারা জীবনে চলার পথে কত মানুষের সঙ্গে সম্পর্ক হয়। আবার সম্পর্ক গুলো হারিয়ে যায় কষ্ট, অভিমান, দুঃখ,রাগ , অকারনে ভেবে।এমন ও দেখা যায় যে,যত কাছে ভাবে মানুষ, ধীরে ধীরে সেও ততই দুরে চলে যায় এই করোনাকালে।যখন একা ঘরবন্দী নিভ'তবাসে , মানুষ ভাবে আমি একা। ভালো লাগেনা কথা বলতে, আসলে অনাবিল আনন্দে কত কি থাকে ভাবনা,আজ শুধু ভাবে জীবন একা। মানুষ কে আর ভালোবাসবে না।রামায়ন, মহাভারত, পৌরাণিক কাহিনী, রূপকথার কাহিনী পড়েই জীবন কাটিয়ে দেবে। মাটির মানুষ মাটিতে মিশে যাবে।হে নুতন, এসো যুগযুগ
ধরে ,রোগমুক্ত পৃথিবীর সবচেয়ে প্রিয় মানুষের কাছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much