১৪ ফেব্রুয়ারী ২০২৫

কবি হৈমন্তী ব্যানার্জী এর কবিতা "মুহূর্ত পূর্বে..."














মুহূর্ত পূর্বে...
হৈমন্তী ব্যানার্জী


এই দী...র্ঘ অকালগ্রীষ্মে
বহুদূ...র শীতলতার চিহ্নটুকু নেই ;সম্মোহিনী বাঁশির ডাকে
শ্রীরাধিকা উষ্ণ হয় মনে মনে
খুব।
        এ দহন যুক্তি মানে না।
        এ দহন সময়ের দাসত্ব
        মানে না।
রাধার অভিমান বাড়ে। মনোহর ভর্ৎসিত হয়।
দ্বৈতসত্তা জেগে ওঠে অদ্বৈত সাধনের উদ্দেশ্যে।
শোন্ খুকি,
জীবনের অমৃতপ্রাপ্তিতে জগতের
মোহ ভেঙে যায়, খোলস ছাড়তে ছাড়তে রিপু তখন ভগ্নপ্রায়
শ্রীকৃষ্ণ প্রশস্তবক্ষে এরপর শ্রীরাধিকা সোহাগ নামায়, তার নুয়ে পড়া মাথা, তার বিস্তীর্ণ জমিন আবাদকালের জন্য হাট্ হয়ে যায়।
              মিশে যেতে চায় রাধা-
              মিশে যেতে চায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much