সৃষ্টিকাল
সানি সরকার
এখন অনেক কিছু সৃষ্টির সময়
কিছু তো হচ্ছে ভেতরে
যেভাবে ছটফট করছে পায়রাগুলি
যেভাবে ডানার আঁচড় কাটছে শালিখ দু’টি
যেভাবে অশ্বক্ষুর মাটি এফোঁড়ওফোঁড় করছে
এই স্তব্ধতা, দ্যাখো, দ্যাখো…
একটি গোলকের নিচে বসে
পুড়তে পুড়তে, জ্বলতে জ্বলতে
গলে নেমে যেতে যেতে
আস্ত একটি গাছ থেকে ঝরাপাতা
বালির ওপর শুয়ে আছি
একে কী বলবে— নিঃশ্বাস গিলতে গিলতে
মানুষটি চলমান গণিতের বাইরে ছিটকে গিয়েছে
এবং রিবন উড়ছে চারপাশে…
এখন দেহ থেকে বেরিয়ে গিয়ে
পরম আত্মার সঙ্গে পরশ নেওয়ার দিন
পুড়ে যাচ্ছে দুঃখ, কষ্ট, দ্রোহ, আগুনলিপি…
এই যে আমরা যেভাবে সোনালী আলোর নিচে
পরস্পর আলিঙ্গনবদ্ধ বসে আছি
কান পাতো— বুকের ভেতর দ্যাখো
কিছু একটি বাজছে
কবিতা ছুঁয়ে গেছে
উত্তরমুছুনবাহ্
উত্তরমুছুন