০৬ মে ২০২২

কবি আমিনা তাবাসসুম এর কবিতা "আমাদের ইরার কথা" 




আমাদের ইরার কথা 

আমিনা তাবাসসুম 




অনেকটা সময় পেরিয়ে গেলে 
        সতর্কতা আসে পা বাড়ানোর আগে

অথচ কী অবলীলায়
এই উদ্ভিদ তোমার কথা বলে
আকাশ তোমার কথা বলে
এবং যে মেঘ প্রতিদিন বয়ঃজ্যোষ্ঠ হয়
হুমড়ি খায়, এগিয়ে চলে
তার চোখ তোমার কথা বলে

আমাদের নাভির থেকে উঠে আসে প্রেম
ঈশ্বর দৃষ্টি ফেরান না
সবকিছু দেখেন এবং খুব গোপনে গোপনে
রেখে যান আমাদের ইরা'কে

এখন কি আর ফেরার পথ থাকতে পারে

৪টি মন্তব্য:

  1. 'আমাদের নাভির থেকে উঠে আসে প্রেম
    ঈশ্বর দৃষ্টি ফেরান না
    সবকিছু দেখেন এবং খুব গোপনে গোপনে
    রেখে যান আমাদের ইরা'কে'... কি চমৎকার লিখেছেন। অভিনন্দন আপনাকে।

    উত্তরমুছুন
  2. বেশ সুন্দর।

    উত্তরমুছুন
  3. বাহ! অনন্য!
    "আমাদের নাভির থেকে উঠে আসে প্রেম /
    ঈশ্বর দৃষ্টি ফেরান না/
    সবকিছু দেখেন এবং খুব গোপনে গোপনে /
    রেখে যান আমাদের ইরা'কে "। মনে থাকবে লাইন গুলো ।

    উত্তরমুছুন

thank you so much