আশীর্বাদ
আমার বাতির আলো অতি ক্ষীণ I দেয় আলো ঠিকই, তবে বেশিটাই ছায়া I আমি ভাবের কাঙাল - তিনি ছিলেন ভাব জগতের রাজা I কোন ভাবটা চাই, তিনি জানতেন I এ বাতি নিভিয়ে দিলেম, কে দেবে আমায় ভাব? সেতো আজ পাশে নেই I খালি একটা কথা, কাজের মধ্যে থাকবেন I কবিতা লিখুন, কবিতা II তাঁর আলো এখন মেলে দেবে তোমাকে আমাকে I জীবনের রথ যিনি চালান, তিনি দেখিয়ে দেবেন পথ I কার কোথা অনুসরণ I তাঁর আশীষ মাথায় নিলাম I সুখ কি? দুঃখ কি? জানিনে আজিও I এখন শুধু কাঁটার পথ ধরে চলা I চলাই জীবন I থেমে থাকা নয় I হয়তো আনন্দ আছেই I দেখা যাক, আমরা শুধু চেষ্টা করতে পারি I ইচ্ছের ডানা মেলে মুক্তির আস্বাদ পেতেই হবে I
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much