০৫ মার্চ ২০২১

ফরমান সেখ




নৌকা চলে সাগর জলে


নৌকা চলে  সাগর জলে

   একূল-অকূল বহে,

তারি ওপর  মাঝি সে আর

       দাঁড়ে পালে রহে।


উপরে পাল  ভাসায় পাখা

    নৌকা খানি দোলে,

দাঁড়ের ইজ্জত  দেয়না কভু

     অহংকারে ফোলে।


নিচের তলায়  দাঁড় যে একা

    খাটে সারা বেলা,

সহ্য করে   পালের কটূ

    নানা রকম জ্বালা।


দাঁড়ে পালে  ঝগড়া করে

    সকাল-দুপুর-রাতে,

মাঝি সদাই   নিরপেক্ষ

   থাকে দুয়ের সাথে।


নৌকা খানি  নিরুপায় সে

     অচল তাদের ছাড়া,

নীরবে তাই  পড়ে থাকে

    দেয়না কভু সাড়া।


     

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much