বিষাক্ত প্রেম
আমি চাই না আর এই
ছলনার বিষাক্ত প্রেম,
যে প্রেমে চিত্তে জ্বেলে দেয়
দহন!পুড়িয়ে পুড়িয়ে মারে
আমার একাকিত্বের শহর।
প্রণয়ে যদি হবেই ক্লেশ তাহলে
তো দিনে দিনে বাড়বেই র্লেশ!
প্রেম বিষাদ চিত্তে শহরের
দাউ দাউ করে জ্বলে পুড়ে,
প্রেমে কেন লক্ষ্য মানব
হয়ে যাচ্ছে তব ভবঘুরে।
ভালোবাসার বেদনায় যদি
হয় চিত্ত ঘরে বিষাক্ত নীল,
তাহলে যে মেরে দিতে হবে
হৃদয় ঘরে একটি শক্ত খিল।
চিত্ত ঘরে ঢুকে যদি
হয় বিষাদের ছড়াছড়ি
হৃদয়টা অঙ্গার না করে
একা একা থেকে সুখেই মরি।
মানুষ রূপে জন্ম নিলে এই পৃথিবীতে
মৃত্যু তার নির্ধারিত এই ভবের দুনিয়াতে,
সুন্দর এই পৃথিবী ছেড়ে আজ বা কাল
সবাইকে ছেড়ে যেতে যে হবে।
ভালোবেসে যদি কারো সাথে
না হয় আত্মার সনে মিল,
দিন যাবে সন্দেহ হবে প্রবল চিত্তে
উঠবে হাহাকার ছুড়ে দিবে বেদনার ঢিল;
কেন অযথা প্রেমের চিত্তে ঝরে
পড়িস অসুখের অজস্র শিল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much