সিগারেট
গৃহ বসত রাস্তা পথে দেখি আজ অশুদ্ধ বায়ু কুয়াশা ওরে ধোঁয়ার ধূম
যেথায় সেথায় সিগারেট খৈনি চুন মাখানো তামাক পাতা মানুষ ক্ষুধার উপশম।
সিগারেট গম্ভীরে পরিজনে লাগে দ্বন্দ্ব বিবাদ তবু সিগারেট খায়
শুষ্ক রোগা দুর্বলতা ক্যান্সার ধরা তবু দোক্তা শুকনো তামাক পাতা নেশা মসলা চাই।
পৃথিবী ধরাতে রোগ মৃত্যু দেহধারণ ভরা মানুষ সিগারেটের অন্ধকার
মানুষ মৃত্যুর পরে চলে কান্নার হৃদপিন্ডের স্পন্দন শব্দের হাহাকার।
ছোট-বড় দেখি আজ তামাক পাতা সকল বসে সিগারেট ধোঁয়া খায়
তড়বড় সিগারেট অতিরিক্ত নেশাতে ব্যস্ততা প্রকাশ তখুনি ক্যান্সার ধরা পায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much