০৪ মার্চ ২০২১

সুলতানা চৌধুরী পারু ( ইংল্যান্ড )




আকাশকে বলি


সাদা রঙের পড়তে পড়তে খুজি 

সাতটি রংএর মাঝে লিখি তোমার নাম

করিডোরে বাধে বাসা , শত ছিদ্রে যার পদায়ণ

ভালোবাসি তোমাকে এভাবেই করি নয়নের অধ্যায়ন। 


আকাশকে ডেকে বলি শুনাতে চাই

তোমার মনের না বলা সারা কথা বুঝে নিতে চাই 

সমস্ত যন্ত্রণা গুলো বিধাতার সুখ দিয়ে মুছে ফেলতে চাই ..

গগনে গগনে তারায় তারে , আমার মনের মাধুরীতে ছড়িয়ে দিতে চাই। 


কুসুমের বুকে অনুভব রেখে , সাত রঙের উষ্ণতায় তুষারে আঁচল উড়াইয়া দিতে চাই 

ভালোবাসার রঙে ভালোবাসার চোরাবালিতে তোমাকে নিয়ে গল্পের সাধ নিতে চাই। 

আত্মার কোটায় হৃদয়ের হিস্যা নিয়ে মনের মনিকোঠায় শ্বাসে শ্বাস রেখে দিতে চাই। 


স্বপনের নিঃশ্বাসে বিশ্বাস রেখে 

বিশ্বাসে তোমার মিলে মিশে থাকা ফুলের প্ররাগ মাখিতে চাই ! 

আজ ভরসার ছবিগুলো দু’আখিতে আমি আমারই মত বুজে নিতে চাই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much