দান
হে মোর সকল সৃষ্টির বিধাতা করি সকল ক্ষুদ্ধা বাঁচিবার দান
কাঁদে দারিদ্র্যের দেখি যুদ্ধাস্ত্র মায়া অবিচ্ছিন্ন অবিরাম মোর আত্মা প্রাণ।
দানের দিক বিদিক ছোটে দারিদ্র্যের বিশৃঙ্খলার অজস্র
সকলের আত্মায় মহিমা গড়ে তুলো প্রভু দান ঈমানের অস্ত্র।
সকল দীন-দরিদ্র কষ্ট বেদনা দেখি হয় যে মোর আত্মা অচল অনুক্ত
হে মোর সকল সৃষ্টির বিধাতা করো সকলের আত্মায় দান অপর্ণ আত্মা মুক্ত।
অশিষ্ট দীন দরিদ্রের দুর্ভাগ্য উৎসবের নাহি রহে শান্তি অবসাদ
সকল দরিদ্র ক্ষুদ্ধা রেষারেষির অনাচারে লাগে মোর প্রহার প্রতিঘাত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much