মাটির সন্ন্যাসী শপথ
এই মাটির শপথে এসেছিল ছাব্বিশ জানুয়ারি
যাঁর শুধু অনুরাগ ছিল না,ছিল বিপ্লবী আগুন
স্বরাজের মিছিলে বুলেটে বুক দিয়ে গেছে অগনন
সমতার জয়গানে কলম লাঙল মাটির আলিঙ্গনে।
হাজার প্রাণের বলিদানে প্রজাতন্ত্রের বিজয় তিলক
মাটির সন্ন্যাসী শপথে ভাগবত,ভগবতী,ভাগীরথী মৌন সাধক।
রক্ত ফেনিল উচ্ছাসে ভেঙেছে সব প্রাচীর, কণ্যা কুমারীর বুকে মগ্ন তাপস।
এই মাটিতে "হল বলরাম স্কন্দে উপাড়ি ফেলিব বিশ্ব' কবির হুংকারে ঘর ঘরে বীর বীরাঙ্গনা কাজী নজরুল।
শস্য শ্যামলার প্রজারা পৃথিবীর মানচিত্রে শহিদ শ্রদ্ধাঞ্জলি
লাল কার্পেটে হাঁটছে যখন দলাদলির দালাল
বুকের রক্ত ঝরছে নির্বোধ কাঙালের,সমতার বিচার রাখছে ইতিহাস।
মাটির সন্ন্যাসী শপথ বিপুল সম্ভারের সম্ভবনা নিয়ে
রৌদ বৃষ্টি ঝরে ভোটের বাক্সে বন্দী অরাজকতা।
রক্ত দিয়েছে ঢেলে তারুণ্যের সকাল,গোধূলিতে শ্মশান কবরে শুকনো ফুলে--
বৈরাগ্যের মৃত্যু সাজিয়ে মুনি ঋষির তপ ভূমি প্রজাতন্ত্রে বেশ আছে
সব ভুলেছে মিছিলের অভুক্ত প্রজা,মাটির সন্ন্যাসী শপথে।
জাতীয় পতাকা বিক্রির বাজারে ছেলে মেয়েরা
শহিদ তর্পনে ছেঁড়া কাপড়ে মূখের হাসিতে
মিলেছে নির্বাক শপথ জাতীয় পতাকার নীচে
"জন গন মন" তেরঙ্গায় কবিগুরুর মাটির সন্ন্যাসী শপথ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much