২৬ জানুয়ারী ২০২১

জয়িতা বর্ধন




 হে নূতন



নূতন বছর নূতন বছর

 নব রূপে এসো ,

তুমি আমার মর্মে মর্মে  মেশো।।

 নূতন বছর তুমি মোছাও গরিবের চোখের জল ।

মানব মনের দারুন দোলাচল৷

 নূতন বছর তুমি যেন হও সুখের কারিগর ।

তোমার ছোঁয়ায় পায়ে যেন      সব ....

সুখী হৃদয়ের ঘর ।

নূতন বছর নারীলোলুপ ধর্ষকদের দাও উচিত শিক্ষা, দাও তাদের মানবতার দীক্ষা। তুমি অন্ধজনের হাতটি ধরো মনে জোগাও বল,

 তুমি যেন হও নতুনত্বের দৃঢ় ফলাফল।

 গৃহহীনে দাও ঘর,

 তুমি হয়ো নাকো পর।

 নতুন বছর

 তুমি পলাশ দিও 

রাঙিয়ে দিয়ে মন ।

হয়ে ওঠো মোর পরম আপনজন৷

তুমি হও শিমুল ফুল

জীবনের রঙে রঙ ছবি হয়ে ভরে উঠুক হৃদয়ের দুকুল৷ হাসি দিয়ো  দিও ভালোবাসার সুর ।

 আর দিও একমুঠো সজীবতার রোদ্দুর ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much