পাঞ্জা
বৃষ্টির শব্দে আজ মুখরিত হৃদয়
প্রতিটি শিরায় শিহরণ
মাতৃদুগ্ধে স্বাদ নেয়
ইতিহাস ।।
বৈরিতার শঙ্খচূড়ায় হতাশাগ্রস্ত জীবন
বিভেদের ছায়ারা সজাগ
প্রতারণা বন্ধুর গলায়
বারোমাস ।।
হেলায় হারিয়ে ফেলি চেতনার রোমকূপ
শ্বাপদদের সাথে বাঁধি ঘর
মৃত্যুর সাথে পাঞ্জা লড়ি
নিরন্তর ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much