২৫ জানুয়ারী ২০২১

লুৎফুর রহমান চৌধুরী রাকিব ( ইংল্যান্ড)




তোমাদেরকেও ঘৃণা 


তোমাদের ঘৃণা থেকে শিখেছি 

বেঁচে থাকার জন্য নতুন এক সংগ্রাম  

তোমরা চেয়ে ছিলে তোমাদের ঘৃণা 

আমাকে ময়লা নর্দমায় নিয়ে যাবে

না, কখনো না--

এটা নিতান্তই ছিল তোমাদের ভুল ধারণা 

তোমাদের ঘৃণা আমাকে নষ্ট করতে পারেনি 

বরং আমার কলম শক্তিশালী করে তুলেছে।


তোমাদের ফেলে দেওয়া থু থু থেকে

অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছি

তোমরা চেয়ে ছিলে তোমাদের থু থু 

আমার শরীর, দুর্গন্ধে ভরে যাবে

না,কখনো না----

এটা ছিল তোমাদের ভুল সিদ্ধান্ত 

তোমাদের ফেলে দেওয়া থু থু 

আমার শরীর স্পর্শ করেনি---

বরং আমার কলমকে সাহসী করে তুলেছে ।


তোমাদের পেতে রাখা কাঁটা থেকে

অনেক কিছু জানতে পেরেছি 

তোমরা চেয়ে ছিলে ---

তোমাদের পেতে রাখা কাঁটা 

আমার বুকটা রক্তাক্ত করে দেবে

না,কখনো না---

এটা ছিল তোমাদের ভুল হিসাব

তোমাদের পেতে রাখা কাঁটায় আঘাত লাগেনি

বরং কলমের বুক আরো শক্তিশালী করেছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much