২৫ জানুয়ারী ২০২১

স্বপন কুমার ধর




২৬শে জানুয়ারী


বহু শহীদের রক্ত ঝরিয়ে,

দূর করেছি ব্রিটিশ অধীনতা,

প্রায় দু-শতকের লাঞ্ছনা,অত্যাচার এর,

পরে পেয়েছি স্বাধীনতা।


স্বাধীন হয়েই গড়তে পারিনি মোরা,

নিজেদের শাসনব্যবস্থা,

বাধ্য হয়েই শাসিত হচ্ছিলাম,

ব্রিটিশ প্রবর্তিত ব্যবস্থায়।


১৯৫০ এর ২৬শে জানুয়ারীতে,

শপথ নিয়েছি "আমরা, ভারতীয় জনগণ",

গড়েছি দেশ সার্বভৌম,

মানবো না কারো বারণ।


নিজেদের শাসন নিজেরাই করবো,

থাকবে না কোন ভেদাভেদ,

প্রতিষ্ঠা করবো সাম্যের অধিকার,

থাকবে সৌভ্রাতৃত্বের পরিবেশ।


ঐ দিনেতেই আমরা রচেছি ভারতীয় সংবিধান,

সর্ববৃহৎ গনতান্ত্রিক রাষ্ট্র হিসেবে, আজ ও তা অম্লান।

আধুনিক যুগের বিশ্ববাসী, বিস্ময়ে হতবাক,

কৌতুহলী দৃষ্টি সর্বদাই তাদের, করেছে নির্বাক।


শপথের সেই দিনটিকে মোরা,

হৃদয়ে করেছি ধারণ,

গণ প্রজাতন্ত্র দিবস রুপে পালন করি,

"আমরা, ভারতীয় জনগণ"।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much