এবার মানুষ হও পুরুষ
খুচরা পেটের ক্ষুধা নেই এবার পাইকাবী রেটে ছেড়ে দাও তোমার স্থুল পেটের দাবীর সবটুকু,সময়ের স্রোত অবিরাম চলছে স্বার্থ সংলাপ।
বিবাহ নামের মলম চুক্তিতে বারবার আসতে হয় পোড়ামুখির,জানি কবুল খপ্পরে মায়ের অপমৃত্যুর দিন শেষ হবে না কোন দিন।
আর কত যৌন সুখ নিয়ে বাঁচবে হে
অসুর,ধর্মের নামে নরকযজ্ঞ চিতার আগুন আর কত জ্বালবে।
এখন গল্পের সময় নেই এবার এসো চুক্তিতে আমাকে কি ভাবে চাও,প্রেম ভালোবাসায় নাকি নির্যাতন যৌতুক অনুরাগ সম্পুরকে?
নাকি শুধু প্রজন্ম চুক্তির দেন মোহরে।
জীবন সংসার নামে বেশ্যার বেশভুষায় ছোট্ট ঘরটিতে আর কত সন্তর্পণে বিচরণ করবে,আর কত নির্যাতন মোহড়ায়।
এবার মানুষ হও পুরুষ তুমি,এসো সংবিধান ধারায় একটি পাকা চুক্তির কাবিন নামা হোক।
যেখানে আমি সর্বপরি তোমার "মা,
আর একবার এসো মা মাটির দামেই আর একবার কেনো আমায় হে পুরুষ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much