২৫ জানুয়ারী ২০২১

ফরমান সেখ



বন্ধু মানেই


বন্ধু মানেই,   দুয়ার খোলা

    মনের থেকে মন,

বন্ধ মানেই,   নাইকো বিপদ

      মস্ত আপনজন।

বন্ধু মানেই,   ভালোবাসা

     অন্তরে অন্তরে,

বন্ধু মানেই,   মাদাত পাওয়া

      সকল প্রান্তরে।

বন্ধু মানেই,   হাসি-খুশী

    ব্যাথা ভুলার যন্ত্র,

বন্ধু মানেই,    সকল কাজে

       পরামর্শের মন্ত্র।

বন্ধু মানেই,   এক্কাগাড়ি

    মুক্ত মনের পথিক,

বন্ধু মানেই,   হাজার বায়না

      নানা রকম গতিক।

বন্ধু মানেই,   বুকের সাহস

      আস্ত মনের বল।

বন্ধু মানেই,   পাগলামি আর-

      গোপাল ভাঁড়ের দল।

বন্ধু মানেই,  গল্প-আড্ডা

  সকাল-বিকাল-সাঁঝে,

বন্ধু মানেই,  মুক্ত ভাষা

    যুক্ত সকল কাজে।

বন্ধু মানেই,   আকাশ-পাতাল

       সুখ নদীর ঢেও--

বন্ধু মানেই,   পাগলা-হাওয়া

     মনের মানুষ কেও।।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much