২৫ জানুয়ারী ২০২১

সামসুজ জামান




নেতাজীর গান 


নেতাজী, নেতাজী, নেতাজী, 

ছিলে সবার প্রিয় তুমি নেতাজী।

 শিশুর মনে স্বপ্ন দিলে,

 ভীরু মানুষকে তুমি  জাগালে,

 প্রকৃত বীর তুমিই ছিলে,  নেতাজী।।

 ভারতবাসীর চোখের জল মুছাতে,

 অত্যাচারের চিহ্ন তাদের ঘোঁচাতে,

 যে পথ নিলে কাটায় সে পথ ভরানো,

 মুখে তবুও হাসি ছিল জড়ানো।

 এগিয়ে গেলে বীরের মতো ধরলে মরণ বাজি।।

 দিল্লি চলো, দিল্লি চলো-র মন্ত্রে ওই,

 জনগণের মুখে দেখো ফুটছে খই।

স্বাধীনতার বাণী দিয়ে আনলে বল

 ভারতবাসী গাইল সুখে এগিয়ে চল।

 দুর্বলতার আগল ঠেলে ছুটতে মানুষ রাজি।

 স্বাধীনতার  ফুলে ফুলে ভরল দেশের সাজি।।

                       ---------------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much